Posts

Showing posts with the label রেডিও ওয়েব কি

রেডিও ওয়েব কি? (What is radio waves?)

রেডিও ওয়েভ কি? রেডিও ওয়েভ হলো ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের (electromagnetic radiation) একটি ধরন। এটি এমন এক ধরনের অদৃশ্য তরঙ্গ যা বেতার সংকেত, টেলিভিশন, মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই, এবং রাডারসহ বিভিন্ন ধরনের যোগাযোগে ব্যবহৃত হয়। রেডিও ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ এবং ফ্রিকোয়েন্সি কম হওয়ায় এটি বায়ুমণ্ডলে দূরত্ব অতিক্রম করতে পারে এবং বিল্ডিং বা পাহাড়ের মতো বাধা ভেদ করতে সক্ষম। রেডিও ওয়েভের বৈশিষ্ট্য: 1. তরঙ্গদৈর্ঘ্য: রেডিও ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য সাধারণত কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। 2. ফ্রিকোয়েন্সি: এর ফ্রিকোয়েন্সি ৩ হার্জ (Hz) থেকে শুরু করে ৩০ গিগাহার্জ (GHz) পর্যন্ত হতে পারে। 3. গতিসীমা: এটি আলোর গতিতে (৩ লাখ কিমি/সেকেন্ড) ভ্রমণ করে। --- রেডিও ওয়েভ কীভাবে কাজ করে? রেডিও ওয়েভের মাধ্যমে তথ্য প্রেরণ বা প্রাপ্তি মূলত মডুলেশন পদ্ধতির মাধ্যমে হয়। নিচে ধাপে ধাপে প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো: ১. তথ্য মডুলেশন: একটি অডিও বা ডাটা সংকেত রেডিও ওয়েভের সঙ্গে মিশ্রিত (modulate) করা হয়। মডুলেশন দুই ধরনের হতে পারে: এএম (Amplitude Modulation): এখানে তরঙ্গের উচ্চতা প...