Posts

Showing posts with the label computer science

কম্পিউটারে কেন বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় ?

Image
কম্পিউটারে কেনো বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়? (Why is binary number used in a computer?) কম্পিউটার একটি ইলেক্ট্রনিক যন্ত্র। কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করার মূল কারণ হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যাবলি সংখ্যা নির্ভর। ইলেক্ট্রনিক ডিভাইসগুলো মূলত সুইচ অন বা অফ এ দুই মোড়কে কাজে লাগিয়ে সহজে কাজ করতে পারে বিধায় ডিজিটাল সার্কিটে বাইনারি সংখ্যার ব্যবহার দেখা যায়। বাইনারি পদ্ধতিতে দু'টি প্রতীকের ব্যবহার করার জন্য বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি কিংবা হাই-লো অবস্থার দ্বারা সহজেই কাজ করা যায়। বাইনারি সংখ্যার প্রতীক মাত্র দু'টি হওয়ায় এবং বাইনারি এ্যালজেবরা বা বুলিয়ান এ্যালজেবরার দ্বারা সকল দশমিক সংখ্যার গাণিতিক কাজকর্ম করা সম্ভব বিধায় কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির সুবিধা ১. এই পদ্ধতির দুটি বিট (০ এবং ১) কে ইলেকট্রনিক যন্ত্রে সহজে সিগন্যাল আকারে ব্যবহার করা যায়। ২. কম্পিউটারে বাইনারি বিট (০ এবং ১) কে ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে বিদ্যুতের অনুপস্থিতি এবং বিদ্যুতের উপস্থিতি দ্বারা প্রকাশ করা যায়। ৩. ইলেকট্রনিক...