সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বুঝি ?

সংখ্যা পদ্ধতির ভিত্তি

কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক বা প্রতীকসমূহ এর সংখ্যা কে বুুুুুঝায় ।
দশমিক সংখ্যা পদ্ধতিতে ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ মোট দশটি চিহ্ন আছে তাহলে এর ভিত্তি ১০। বাইনারিতে দুটি চিহ্নে আছে, এর ভিত্তি 2,
অক্টালে আটটি চিহ্ন আছে,এর ভিত্তি ৮,
হেক্সাডেসিমাল এর ষোলটি চিহ্ন আছে এর ভিত্তি হলো ১৬

Comments

Popular posts from this blog

বাইনারি , অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল সংখ্যা ( 1--50 ) পযন্ত ।

ডিজিট বা অংক (Digit) কাকে বলে ?

রেডিও ওয়েব কি? (What is radio waves?)