মুভমেন্ট পাস ছাড়া লকডাউনে বাহির হলেই বিপদ,,, .... বিস্তারিত নিচে...

,লকডাউনের মধ্যে দেশের সকল নাগরিকদের প্রয়োজনীয় চলাচল নিশ্চিত করতে চালু করা হয়েছে মোভমেন্ড পাস অ্যাপ। মুভমেন্ট পাস নেওয়ার জন্য দেশের যে কোন নাগরিক যে কোন স্থান থেকে movement pass এই ওয়েভ সাইটে প্রবেশ করে আপনার মোবাইলের নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। এবং পর্যায়ক্রমে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে হবে। এর পর যাতায়াতের স্খান উল্লেখ করতে হবে, তার পর বাহিরে বের হওয়ার কারণ উল্লেখ করতে হবে, এছাড়া প্রয়োজনী তথ্য প্রদান করে এবং আপনার ছবি আপলোড করতে হবে। ○সব তথ্য দেওয়ার পর মোভমেন্ড পাস ফর্মটি ডাউনলোড করতে হবে এবং আপনার সাথে রাখতে হবে। তাহলে অহেতুক পুলিশের হয়রানি থেকে মুক্ত থাকা যাবে। নতুবা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।