বিপরীতকর বা নিগেশন কি ?

কোন ধনাত্মক সংখ্যাকে (-)ঋণাত্মক সংখ্যায় বা কোন ঋনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করাকে নেগেশন বা বিপরীতকরণ বলা হয় ।

বাইনারি চিহ্নযুক্ত সংখ্যা কে 2 এর পরিপূরকে পরিবর্তন করে নিগেশন করা হয়। নিগেশনের ফলে কোন সংখ্যার মানে পরিবর্তন হয় না কিন্তু চিহ্নের পরিবর্তন হয়।
যেমনঃ +৯ এর সমতুল্য বাইনারি মান হলো=০০০০১০০১ ০০০০১০০১=+৯
নিগেশনঃ ১০০০১০০১=-৯(২ এর পরিপূরক)
পুনঃ নিগেশন। ০০০০১০০১=+৯

Comments

Popular posts from this blog

বাইনারি , অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল সংখ্যা ( 1--50 ) পযন্ত ।

ডিজিট বা অংক (Digit) কাকে বলে ?

রেডিও ওয়েব কি? (What is radio waves?)