Posts

Showing posts from November, 2020

Decimal to Binary , Octal and Hexa-decimal

Image

Binary , Octal , Hexadecimal to Decimal .

Image
Conversion of number system * Binary to Decimal * Octal to Decimal * Hexadecimal to Decimal * Binary to Decimal * * পূর্ণ অংশের ক্ষেত্রে : (১) Binary সংখ্যার ভিত্তি ২ , ফলে স্থানীয়মান ২ য়ের (+) ধণাত্বক ( ঘাত বা শক্তি ) দিয়ে ডান দিক থেকে প্রতিটি অংককে গুণ করে হিসাব করতে হবে । (২) গুণ করার পর , সব গুলোকে যোগ করতে হবে । যেমন : প্রথম ঘর 2 0 , দ্বিতীয় ঘর 2 1 , তৃতীয় ঘর 2 2 , .......... * ভগ্নাংশের ক্ষেত্রে : (১) দশমিকের পর বাম দিক থেকে ডান দিকে Binary সংখ্যা ২ য়ের (-) ঋণাত্বক ( ঘাত বা শক্তি ) দিয়ে প্রতিটি অংককে গুণ করে হিসাব করতে হবে । (২) গুণ করার পর , সব গুলোকে যোগ করতে হবে । যেমন : প্রথম ঘর 2 -1 , দ্বিতীয় ঘর 2 -2 , তৃতীয় ঘর 2 -3 , .......... Example : ( 11101.110 ) 2 = ( ? ) 10 ...

বাইনারি , অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল সংখ্যা ( 1--50 ) পযন্ত ।

সকলের সুবিধার জন্য 1--50 পযন্ত বাইনারি , অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল সংখ্যা ক্রমিক অনুযায়ী দেওয়া হল : ( কোন ত্রুটি থাকলে কমেন্টে যানাবেন ) দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল 0 0 0 0 1 1 1 1 2 10 2 2 3 11 3 3 4 100 4 4 5 101 5 5 6 110 6 6 7 111 7 7 8 1000 10 8 9 1001 11 9 10 ...

বিভিন্ন সংখ্যা পদ্ধতি, তার ভিত্তি এবং বিভিন্ন পদ্ধতির অংক সমূহ উদাহরণ সহ ।

বিভিন্ন সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি ভিত্তি প্রতীক বা চিহ্ন উদাহরণ decimal 10 0,1,2,3,4,5,6,7,8,9 (3479) 10 Binary 2 0,1 (101011) 2 Octal 8 0,1,2,3,4,5,6,7 (34567) 8 Hexadecimal 16 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F (269AFE) 16

Bit,Byte,kilobytes,megabytes,terabyte......!

8 Bit = 1 Byte 1024 Byte = 1 kilobyte 1024 kilobyte = 1megabyte 1024 megabyte = 1 terabyte

কম্পিটার শব্দ বা শব্দ কি ?

শব্দ এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিটার শব্দ বলে ।

বাইট (Byte) কি ?

বাইট আট টি বিটের গ্রূপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলা হয় । এক বাইট = এক ক্যারেক্টার, এক বাইটের অর্ধেকে নিবল বলা হয়।

বিট কি বা কাকে বলে ?

বিট বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এ দুটি মৌলিক অঙ্ককে বিট বলে । binary digit শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট (bit) বা, প্রতিটি বাইনারি অংক কে বিট বলে ।

সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বুঝি ?

সংখ্যা পদ্ধতির ভিত্তি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক বা প্রতীকসমূহ এর সংখ্যা কে বুুুুুঝায় । দশমিক সংখ্যা পদ্ধতিতে ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ মোট দশটি চিহ্ন আছে তাহলে এর ভিত্তি ১০। বাইনারিতে দুটি চিহ্নে আছে, এর ভিত্তি 2, অক্টালে আটটি চিহ্ন আছে,এর ভিত্তি ৮, হেক্সাডেসিমাল এর ষোলটি চিহ্ন আছে এর ভিত্তি হলো ১৬

ডিজিট বা অংক (Digit) কাকে বলে ?

ডিজিট বা অংক (Digit) কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অংক বলা হয়। উদাহরণ ঃ ৩০২৫ সংখ্যাটি ৩,০,২,৫ এই পাঁচটি আলাদা অংকের সমন্বয়ে গঠিত।

সংখ্যাপদ্ধতি কি /কাকে বলে ?

বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অংক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়।