Conversion of number system * Binary to Decimal * Octal to Decimal * Hexadecimal to Decimal * Binary to Decimal * * পূর্ণ অংশের ক্ষেত্রে : (১) Binary সংখ্যার ভিত্তি ২ , ফলে স্থানীয়মান ২ য়ের (+) ধণাত্বক ( ঘাত বা শক্তি ) দিয়ে ডান দিক থেকে প্রতিটি অংককে গুণ করে হিসাব করতে হবে । (২) গুণ করার পর , সব গুলোকে যোগ করতে হবে । যেমন : প্রথম ঘর 2 0 , দ্বিতীয় ঘর 2 1 , তৃতীয় ঘর 2 2 , .......... * ভগ্নাংশের ক্ষেত্রে : (১) দশমিকের পর বাম দিক থেকে ডান দিকে Binary সংখ্যা ২ য়ের (-) ঋণাত্বক ( ঘাত বা শক্তি ) দিয়ে প্রতিটি অংককে গুণ করে হিসাব করতে হবে । (২) গুণ করার পর , সব গুলোকে যোগ করতে হবে । যেমন : প্রথম ঘর 2 -1 , দ্বিতীয় ঘর 2 -2 , তৃতীয় ঘর 2 -3 , .......... Example : ( 11101.110 ) 2 = ( ? ) 10 ...
বিভিন্ন সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি ভিত্তি প্রতীক বা চিহ্ন উদাহরণ decimal 10 0,1,2,3,4,5,6,7,8,9 (3479) 10 Binary 2 0,1 (101011) 2 Octal 8 0,1,2,3,4,5,6,7 (34567) 8 Hexadecimal 16 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F (269AFE) 16
বিট বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এ দুটি মৌলিক অঙ্ককে বিট বলে । binary digit শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট (bit) বা, প্রতিটি বাইনারি অংক কে বিট বলে ।
সংখ্যা পদ্ধতির ভিত্তি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক বা প্রতীকসমূহ এর সংখ্যা কে বুুুুুঝায় । দশমিক সংখ্যা পদ্ধতিতে ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ মোট দশটি চিহ্ন আছে তাহলে এর ভিত্তি ১০। বাইনারিতে দুটি চিহ্নে আছে, এর ভিত্তি 2, অক্টালে আটটি চিহ্ন আছে,এর ভিত্তি ৮, হেক্সাডেসিমাল এর ষোলটি চিহ্ন আছে এর ভিত্তি হলো ১৬
ডিজিট বা অংক (Digit) কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অংক বলা হয়। উদাহরণ ঃ ৩০২৫ সংখ্যাটি ৩,০,২,৫ এই পাঁচটি আলাদা অংকের সমন্বয়ে গঠিত।